সেলফি তোলার সুবিধার্থে পা ভেঙে দেয়া হলো সিংহ শাবকের!

অনলাইন ডেস্কঃ রাশিয়ায় বিনোদন পার্কে এক সিংহ শাবককে দেখতে দর্শক সমাগম হয়েছিল। কিন্তু সদ্য হাঁটতে শেখা সিংহ শাবকটি কিছুতেই একজায়গায় দাঁড়াচ্ছিল না। ফলে সেলফি নিতে অসুবিধা হচ্ছিল দর্শকদের। এরপর সেই সিংহ শাবকের পা ভেঙে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন পার্কের কর্মীরা। যাতে সে দৌড়ে পালাতে না পারে।
পরে সিংহ শাবকটিকে দড়ি দিয়ে বেঁধে মেরে বসানো হয় দর্শকদের সামনে। যাতে নিশ্চিন্তে সেলফি তুলতে পারেন বিনোদন পার্কে ঘুরতে আসা দর্শকরা।
এখবর প্রকাশিত হলে তদন্তের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সিংহ শাবকটিকে উদ্ধার করে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
সূত্র: ডেইলি মেইল।
Related News

ময়নাতদন্তের ছবি নিয়ে বেদনা প্রকাশ করেছেন কেনেডি কন্যা
রবার্ট এফ. কেনেডির মেয়ে কেরি শনিবার ট্রাম্প প্রশাসন প্রকাশিত ১৯৬৮ সালে তার বাবার হত্যার পরRead More

সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন
সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে শনিবার আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রেRead More