সংসার চালাতে ‘ভাতের হোটেল’ খুলছেন শুভশ্রী!

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বেশিই হচ্ছে। স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ও সন্তান ইউভানকে নিয়ে কেমন সংসার জমিয়েছেন তা নিয়েই যত চর্চা হয়।
এরইমধ্যে নতুন এক আলোচনায় এসেছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’ খ্যাত এই নায়িকা। শোনা যাচ্ছে তিনি নাকি ভাতের হোটেল খুলছেন। হঠাৎ এমন কি হলো যে তাকে ‘ভাতের হোটেল’ দিতে হবে! কিন্তু এটি বাস্তবের নয়। মূলত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ একটি ওয়েব সিরিজ। আর সেখানেই প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।
এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজের বেশির ভাগ শুটিং হবে কলকাতায়। কিছুটা অংশ ধরা করা হবে বাংলাদেশে।
পরিচালক জানিয়েছেন, শুভশ্রী এরই মধ্যেই ‘ইন্দুবালা’ হয়ে উঠতে সোহিনী সেনগুপ্তের কাছে মহড়া নিচ্ছেন। পর্দায় ইন্দুবালার ১৬-৭৫ বছর বয়স দেখানো হবে। সংসার চালানোর জন্যই ওয়েব সিরিজে ভাতের হোটেল খুলবেন শুভশ্রী। সেখানে নিজ হাতেই করবেন রান্না।
এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, আমি ভীষণ খুশি ও উচ্ছ্বসিত ওটিটিতে অভিষেক হতে চলেছে হইচইয়ের হাত ধরে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ র চরিত্রটার মধ্যে একাধিক পরত রয়েছে। ইন্দুর চরিত্রটি খুবই শক্তিশালী, পাশাপাশি বেশ কঠিন। আশা করব এই সিরিজটি সফল হবে।
Related News

সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প
সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিকRead More

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More