ছাতকের কালারুকা ইউনিয়নে ৩ বছরের শিশুর বয়স এখন ১০৩

মাত্র তিন বছর আগে জন্ম হয় শিশু মাহদী হাসানের। কিন্তু সরকারি হিসেবে তার বয়স এখন ১০৩ বছর।
জানা গেছে, ২০১৮ সালের ৫ মার্চ জন্ম হয় শিশু মাহদী হাসানের। তার জন্মের বছর খানেক পরে তার পিতা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এ সময় মাহদী হাসানের জন্ম তারিখ দেয়া হয় ৫ মার্চ ১৯১৮ সাল।
ঘটনাটি দেখা গেছে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহদী হাসানের জন্ম সনদে। ফরিদ মিয়ার লেখাপড়া না থাকায় সেই সময় তার ছেলের বয়স ১০০ বছর বেড়ে গেছে তা বুঝতে পারেননি।
ফরিদ মিয়া জানান, তিনি পেশায় একজন দিনমজুর। অন্যের কাজ করে সংসার চালান। জন্ম থেকেই তার ছেলে মাহদী হাসান হৃদ রোগে আক্রান্ত। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারেন হৃদরোগের চিকিৎসার জন্য সরকার সমাজসেবা অফিসের মাধ্যমে সাহায্য করছে। এমন খবর পেয়ে মাহদী হাসানের পিতা ফরিদ মিয়া কাগজপত্র রেডি করে ছাতক সমাজসেবা অফিসে জমা দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ছেলের বয়স ১০৩ বছর। পরে তিনি কালারুকা ইউনিয়নে গেলে তাকে কোন ধরনের সহযোগিতাও করা হয়নি।
Related News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More