হামাসকে জেরুসালেমে পা রাখতে দেবো না : গান্টজ

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জেরুসালেমে পা রাখতে না দেয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার বেনি গান্টজ এই মন্তব্য করেন বলে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আরব ৪৮ জানায়।
এর আগে রোববার জেরুসালেমে ফিলিস্তিনি এক শিক্ষক ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। দুই পক্ষের গোলাগুলিতে ওই শিক্ষক ও এক ইসরাইলি বসতিস্থাপনকারী নিহত হন। এছাড়া দুই পুলিশসহ আরো তিন ইসরাইলি এই ঘটনায় আহত হন।
৪২ বছর বয়সী ফাদি আবু শুখাইদিম নামের এই শিক্ষককে হামাস নিজেদের সদস্য হিসেবে দাবি করে।
এই ঘটনার পরই এমন মন্তব্য করলেন বেনি গান্টজ।
তিনি বলেন, ‘হামাস ইসরাইলের অভ্যন্তরে বিশেষ করে পশ্চিম তীরের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এটি ভয়াবহ প্রচেষ্টা। এটি ব্যর্থ হয়েছে। আমরা পশ্চিম তীরকে নতুন এক গাজায় পরিণত করতে হামাসকে অনুমতি দেবো না এবং আমরা তাদেরকে পূর্ব জেরুসালেমে পা রাখতে দেবো না।’
এদিকে সোমবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিনবেত দাবি করেছে তারা পশ্চিম তীর ও জেরুসালেম থেকে ৫০ হামাস সদস্যকে গ্রেফতার করেছে।
এক বিবৃতিতে শিনবেত বলে, গ্রেফতার হামাস সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Related News

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More