হামাসকে জেরুসালেমে পা রাখতে দেবো না : গান্টজ

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জেরুসালেমে পা রাখতে না দেয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার বেনি গান্টজ এই মন্তব্য করেন বলে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আরব ৪৮ জানায়।
এর আগে রোববার জেরুসালেমে ফিলিস্তিনি এক শিক্ষক ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। দুই পক্ষের গোলাগুলিতে ওই শিক্ষক ও এক ইসরাইলি বসতিস্থাপনকারী নিহত হন। এছাড়া দুই পুলিশসহ আরো তিন ইসরাইলি এই ঘটনায় আহত হন।
৪২ বছর বয়সী ফাদি আবু শুখাইদিম নামের এই শিক্ষককে হামাস নিজেদের সদস্য হিসেবে দাবি করে।
এই ঘটনার পরই এমন মন্তব্য করলেন বেনি গান্টজ।
তিনি বলেন, ‘হামাস ইসরাইলের অভ্যন্তরে বিশেষ করে পশ্চিম তীরের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এটি ভয়াবহ প্রচেষ্টা। এটি ব্যর্থ হয়েছে। আমরা পশ্চিম তীরকে নতুন এক গাজায় পরিণত করতে হামাসকে অনুমতি দেবো না এবং আমরা তাদেরকে পূর্ব জেরুসালেমে পা রাখতে দেবো না।’
এদিকে সোমবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিনবেত দাবি করেছে তারা পশ্চিম তীর ও জেরুসালেম থেকে ৫০ হামাস সদস্যকে গ্রেফতার করেছে।
এক বিবৃতিতে শিনবেত বলে, গ্রেফতার হামাস সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Related News

ময়নাতদন্তের ছবি নিয়ে বেদনা প্রকাশ করেছেন কেনেডি কন্যা
রবার্ট এফ. কেনেডির মেয়ে কেরি শনিবার ট্রাম্প প্রশাসন প্রকাশিত ১৯৬৮ সালে তার বাবার হত্যার পরRead More

সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন
সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে শনিবার আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রেRead More