বলিউডে নতুন জুটি, বিক্রান্ত মাসে ও সারা আলী

বলিউডে নতুন জুটি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন বিক্রান্ত মাসে ও সারা আলী খান। পরিচালক পবন কৃপলানির আগামী ছবিতে তাদের দেখা যাবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবির চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন পরিচালক।
সাইফ আলী খানের আগামী ছবি ভূত পুলিশের শুটিং চলাকালীন সময়ে পরিচালক পবন কৃপলানি নতুন এই জুটির নাম প্রকাশ্যে আনলেন।
জানা গেছে, অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। তবে ছবির বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলতে চাননি পরিচালক।
২০১৮ সালে ‘কেদারনাথ’ বলিউডে পথচলা শুরু হয় সারার। অন্যদিকে মির্জাপুর, ক্রিমিনাল জাস্টিসের মতো ওয়েব সিরিজ এবং ছপক, হাসিন দিলরুবার মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বিক্রান্ত। এই দুই অভিনেতার রসায়ন পর্দায় কতটা প্রতিফলিত হয়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা। সূত্র: বলিউড হাঙ্গামা
Related News

সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প
সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিকRead More

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More