ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ছাতকে গৃহহীন ও ভূমিহীনদের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
সোমবার (৯ আগস্ট) বিকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের নির্মিত ৭৪টি ঘরের উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি। এসময় উপহারের ঘরের একটি কক্ষে চা-বিস্কুটের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করা এক মহিলাকে ছাতক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর উপহার দেয়া হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম প্রমুখ ।
পরিদর্শন শেষে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় উপকারভোগীদের সাথে কথা বলে ঘরের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এর আগে সকালে ছাতক পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যূরাল উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More