সিলেট জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সভা

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেটে স্কাউট আন্দোলনকে জোরদার করার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্যে রোভারদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি সিলেট জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
জেলা রোভার স্কাউটের সেক্রেটারি ছয়ফুল আমীনের পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ মোঃ আনোয়ার উজ জামান, জেলা রোভার স্কাউটের কমিশনার অধ্যাপক মোঃ মবশ্বির আলী, জেলা রোভারের সহ সভাপতি ডাঃ মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ দেবনাথ, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি সেলিম আউয়াল, জেলা রোভারের কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন , রোভার অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার মোঃ তোফায়েল আহমদ তুহিন, মেট্রোপলিটন জেলা স্কাউটের কমিশনার মোঃ কবির খান , সিলেট জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, আরএসএল প্রতিনিধি অমীয় চক্রবর্তী, ঊডব্যাজার বসন্ত কুমার শর্মা, রিফতাউল বর চোধুরী , আরএসএল গালিব রহমান, জোবায়ের আহমেদ, সাবেক বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি প্রভাষক হাফিজুর রহমান রাহাদ, জেলা প্রতিনিধি ফাহিম আহমদ ও হরিনা চঞ্চল ইরিন।
সভায় সাতজন সহকারী কমিশনার ,একজন ডিআরএসএল ও চার জন সহযোগী সদস্যের নিয়োগ এবং বার্ষিক বাজেট ও ত্রৈবার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।
সিলেট জেলা রোভারের কমিশনার মোঃ মবশ্বির আলী সিএনসি অ্যাওয়ার্ড অর্জন করায় জেলা প্রশাসক তাঁর হাতে অ্যাওয়ার্ড প্রদান করেন। তাছাড়া বসন্ত কুমার শর্মা ঊডব্যাজ অর্জন করায় জেলা প্রশাসক তাঁকে ব্যাজ পরিয়ে দেন। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী ট্রাফিক কার্যক্রমে রোভারদের সহযোগিতার জন্য প্রাথমিকভাবে ৩০১ টি সনদ অর্জনকারীদের মধ্য থেকে জেলা প্রতিনিধি ফাহিম আহমদ ও ইরিনা চঞ্চল ইরিনের হাতে জেলা প্রশাসক সনদ প্রদান করেন ।
Related News

সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ কর্নার উদ্বোধন “পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক, সিকৃবি ভিসি
“পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্যRead More

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More