শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তুলতে হবে, মাওলানা হাবিবুর রহমান

সিলেট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতিকে উচ্চ শিখড়ে পৌছাবার মূল হাতিয়ার। তাই শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনের মাধ্যমে সৎ ও দক্ষ নাগরিক গড়ে তোলার কার্যক্রম হাতে নিতে হবে। সুতরাং ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এ কেতরে ভুমিকা রাখতে পারে।
তিনি বুধবার (৪ জুন) সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ আল-হেরা একাডেমি স্কুল এন্ড কলেজের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু , সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, সালুঠিকর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খলিল আহমদ, রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা একলাছুর রহমান।
অনুষ্ঠানে আল-হেরা একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক বৃন্দ ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরে মাওলানা হাবিবুর রহমান অত্র অঞ্চলের বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিম অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এবং ১নং জালালাবাদ ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানীর মায়ের জানাযায় অংশগ্রহণ এবং জানাযায় ইমামতি করেন।
Related News

কাদিয়ানী অপতৎপরতা বন্ধে সিলেটে ডিসি বরাবর খতমে নবুওয়াত কমিটির স্মারকলিপি প্রদান
মিথ্যা দাবিদার, কাদিয়ানী সম্প্রদায়ের সবধরনের অপতৎপরতা বন্ধ করতে প্রশাসনিক সহযোগিতা কামনা করে সিলেটের জেলা প্রশাসকRead More

সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা
আগামি ২৬শে জুন,বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে যুব জমিয়তের আয়োজনে বিভাগীয় যুব সম্মেলন। আজ (১৬ জুন)Read More