যুদ্ধবিরতি আলোচনায় কাতারে প্রতিনিধিদল পাঠাতে সম্মত ইসরাইল

গাজা-ইসরাইল যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ১ মার্চ। দ্বিতীয় ধাপের আলোচনার জন্য কাতাতে প্রতিনিধিদল পাঠাবে ইসরাইল। শনিবার রাতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আলোচনা এগিয়ে নিতে সোমবার প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য শনিবার কায়রোতে হামাসের একটি দল মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর নেতানিয়াহুর পক্ষ থেকে এই কথা জানানো হয়। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানৌয়া একদিন আগে বলেছিলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে গাজায় আটক ২৫ জন জীবিত ইসরাইলি বন্দি এবং ইসরাইলি কারাগারে বন্দি ১ হাজার ৮০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়।
তবে ইসরাইলের পক্ষ চুক্তির দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানিয়েছে বলা হয়েছে, তারা চুক্তির প্রথম ধাপের মেয়াদ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়াতে চায়। কারণ দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে হামাস বলেছে, তারা উভয় পক্ষই সম্মতি অনুসারে দ্বিতীয় ধাপে যেতে চায়।
হামাসের মুখপাত্র আবদেল জানিয়েছেন, প্রতিনিধিদলটি দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা শুরুর জন্য অবিলম্বে চুক্তির সব শর্ত মেনে চলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। যার মধ্যে রয়েছে সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং কোনো বিধিনিষেধ বা শর্ত ছাড়াই গাজায় ত্রাণসামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া।
এদিকে মিসরের জেনারেল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান হাসান মাহমুদ রাশাদের সঙ্গে তাদের প্রতিনিধিদলের বৈঠকের পর এক বিবৃতিতে জানিয়েছে, হামাস নির্বাচনের আগ পর্যন্ত গাজা পরিচালনার জন্য ‘জাতীয় এবং স্বাধীন’ চরিত্রের একটি কমিটি গঠনের অনুমোদন নিশ্চিত করেছে।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এর আগে বলেছিলেন, ইসরাইল-গাজাযুদ্ধের সমাপ্তির পর গাজার শাসনের দায়িত্বে নিযুক্ত স্বাধীন, পেশাদার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠন করা হবে। আর ফিলিস্তিনিদের এ কাজে সহায়তা করবে কায়রো।
Related News

ভারতে ইসরাইলি নারীকে ধর্ষণের পর আতঙ্ক হাম্পি ছাড়ছেন বিদেশী পর্যটকরা
স্টার গেজিং বা রাতের আকাশে তারা দেখার জন্য বেরিয়েছিলেন কয়েকজন মিলে। ভালোই চলছিল সব কিছু।Read More

যুদ্ধবিরতি আলোচনায় কাতারে প্রতিনিধিদল পাঠাতে সম্মত ইসরাইল
গাজা-ইসরাইল যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ১ মার্চ। দ্বিতীয় ধাপের আলোচনার জন্য কাতাতে প্রতিনিধিদল পাঠাবে ইসরাইল।Read More