Main Menu

৪৪ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার চামাউরাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন

জাইকার অর্থায়নে ও সিলেট  সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩ লাখ ৯৫ হাজার ৫৮৩ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১২ টায় ফিতা কেটে উদ্ধোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
পরে এসএমসি সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিরা রানী দেবের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেন, সিলেট সদর ছিলো অবহেলিত এক অঞ্চল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের মাধ্যমে এই উপজেলাকে শহরে পরিণত করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন,  উন্নয়ন একটি চলমান পক্রিয়া। এর চাহিদারও শেষ নেই। আমি আশা রাখবো এই ধারা যেন অব্যাহত থাকে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা ইউডিএফ ইমরান হোসেন, এলজিআরডি কর্মকর্তা জামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন শাহিন, ১নং ওয়ার্ড সদস্য ইউসুফ আলী, ১নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল মজিদ, সংরক্ষিত ওয়ার্ড সদস্য জেবি আক্তার, প্রধান শিক্ষক জ্যোতি রানী মজুমদার, বিশিষ্ট মুরব্বী হুসেন মিয়া, মরম আলী, আব্দুল মালেক, শওকত আলী, মো. রতন মিয়া, এমদাদুল হক, শামীম আহমদ, সহকারী শিক্ষক সুপ্তা রানী সরকার, তমা দে, সেলিম আহমদ প্রমূখ।

উল্লেখ্য, বিগত ১৫ বছরে সিলেট সদর উপজেলার ১২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সকল বিদ্যালয়ের নতুন ভবন সম্পন্ন হয়েছে। কোন বিদ্যালয়ে ২ টি ভবন ও নির্মিত হয়েছে।

 

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *