মাসুম আজিজ লাইফ সাপোর্টে
গুণী অভিনেতা মাসুম আজিজের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এজন্য তাকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। সপ্তাহ খানেক ধরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার পুত্র উৎস জামান।
তিনি বলেন, ‘আজকে সকাল থেকে বাবা লাইফ সাপোর্টে আছেন। এ বছরের শুরু থেকেই তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছিলো। কিন্তু গত মাস থেকে তার শরীরটা খারাপ। সেজন্য তখন একবার হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। তারপর কিছুটা সুস্থ হওয়ার পর বাসায় ফেরেন। কিন্তু এই মাসের শুরুর দিকে আবারও অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট দেখা দেয়। সে কারণে গত ৮ অক্টোবর আবারও তাকে হাসপাতালে ভর্তি করাই।’
উৎস জানান, প্রথমে সাধারণ কেবিনে রাখা হয়েছিল মাসুম আজিজকে। তবে অবস্থা কিছুটা খারাপ হওয়ায় ১১ অক্টোবর থেকে তাকে আইসিইউ এবং আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
চিকিৎসকদের বার্তা জানিয়ে উৎস বললেন, ‘আসলে বাবার ফুসফুসে একটা ব্যাকটেরিয়াও সংক্রমিত হয়েছে। আবার কেমো থেরাপির কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে। ওই ব্যাক্টেরিয়ার কারণে ইনফেকশন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোনও অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তবুও ডাক্তাররা চেষ্টা করছেন। আজ সন্ধ্যা থেকে আরও কিছু চিকিৎসা শুরু করবেন।’
২০১৭ সালে মাসুম আজিজের হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারও করা হয়েছিলো। এর পাশপাশি চলতি বছরের প্রথম দিক থেকে ক্যানসারের সঙ্গেও লড়ছেন বর্ষীয়ান এ অভিনেতা।
উল্লেখ্য, মঞ্চ, টিভি নাটক ও সিনেমা সবখানেই অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন মাসুম আজিজ। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি টিভিতে কাজ করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- ‘উড়ে যায় বকপক্ষী’, ‘সাকিন সারিসুরি’, ‘তিন গ্যাদা’, ‘দুই দুকুনে চার’ ইত্যাদি।
বহু সিনেমায়ও অভিনয় করে প্রশংসিত হয়েছেন মাসুম আজিজ। ‘ঘানি’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করেছে সরকার।
Related News
সৎ মেয়ের বিরুদ্ধে অভিনেত্রী রূপালী গাঙ্গুলির মামলা
সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভারতীয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলি। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছেRead More
খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী
কালীপুজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিকRead More