দেশের প্রথম সার্ফিং-সিনেমা ‘ন ডরাই’ এর শুটিং চলছে

মডেল সুনেরাহকে নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন দেশের প্রথম সার্ফিং-সিনেমা ‘ন ডরাই’। যেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জিতে নিয়েছে একসঙ্গে ছয় বিভাগে সেরার স্বীকৃতি। এবার সেই অংশু চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে মাঠে নামলেন।
অবশ্য ঠিক তার বিপরীতে হাঁটলেন নির্মাতা। সিনেমা না বানিয়ে নায়িকা নুসরাতকে নিয়ে বানাচ্ছেন একটি বিশেষ প্রজেক্ট। যেখানে নুসরাত ফারিয়া হাজির হবেন পুরান ঢাকার মেয়ে চুমকি চরিত্রে।
অংশু জানান, এটি একটি আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের থিম সং। অ্যাপিরাসের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ বেগম। আর র্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং। মূলত এই গানটিকে ধরেই গল্পনির্ভর একটি প্রজেক্ট তৈরি করছেন নির্মাতা।
অংশু বলেন, ‘এটা একটা মহল্লার গল্প। যে গল্পের নায়িকা চুমকি। এই চরিত্রে ভিন্ন লুকে হাজির হবেন নুসরাত ফারিয়া। তার বিপরীতে থাকছেন মুশফিক ফারহান। ভিডিওতে মমতাজ আপা ও ব্ল্যাক জ্যাংও থাকছেন। আশা করছি একটু আলাদা কিছু হবে, স্পাইসি।’
জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে চলছে শুটিং। শেষ হবে বুধবার সন্ধ্যা নাগাদ। আর এটি শিগগিরই প্রচার শুরু হবে দেশের সব প্রচার মাধ্যমে।
Related News

পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল ‘খারাপ মেয়েদের’ পোশাক: চিত্র নাইকা বাঁধন
‘আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে-মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই।Read More