দেশের প্রথম সার্ফিং-সিনেমা ‘ন ডরাই’ এর শুটিং চলছে
মডেল সুনেরাহকে নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন দেশের প্রথম সার্ফিং-সিনেমা ‘ন ডরাই’। যেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জিতে নিয়েছে একসঙ্গে ছয় বিভাগে সেরার স্বীকৃতি। এবার সেই অংশু চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে মাঠে নামলেন।
অবশ্য ঠিক তার বিপরীতে হাঁটলেন নির্মাতা। সিনেমা না বানিয়ে নায়িকা নুসরাতকে নিয়ে বানাচ্ছেন একটি বিশেষ প্রজেক্ট। যেখানে নুসরাত ফারিয়া হাজির হবেন পুরান ঢাকার মেয়ে চুমকি চরিত্রে।
অংশু জানান, এটি একটি আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের থিম সং। অ্যাপিরাসের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ বেগম। আর র্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং। মূলত এই গানটিকে ধরেই গল্পনির্ভর একটি প্রজেক্ট তৈরি করছেন নির্মাতা।
অংশু বলেন, ‘এটা একটা মহল্লার গল্প। যে গল্পের নায়িকা চুমকি। এই চরিত্রে ভিন্ন লুকে হাজির হবেন নুসরাত ফারিয়া। তার বিপরীতে থাকছেন মুশফিক ফারহান। ভিডিওতে মমতাজ আপা ও ব্ল্যাক জ্যাংও থাকছেন। আশা করছি একটু আলাদা কিছু হবে, স্পাইসি।’
জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে চলছে শুটিং। শেষ হবে বুধবার সন্ধ্যা নাগাদ। আর এটি শিগগিরই প্রচার শুরু হবে দেশের সব প্রচার মাধ্যমে।
Related News
শর্তসাপেক্ষে ‘ফারাজ’ চলচ্চিত্র মুক্তির অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট
ঢাকার হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড মুভি ‘ফারাজ’-এরRead More
শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের
আগামী শনিবার পর্দা উঠছে নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ)। দুইদিনব্যাপী এ উৎসবে বিশ্বেরRead More