সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচনে ৩ পদে ১৬ জন প্রার্থী্র মনোনয়ন দাখিল
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনে ৩ পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ছিল প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার।
জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামিম আহমদ, স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক মো. ছইদুর রহমান চৌধুরী মনোনয়ন দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা বিএনপি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা জুয়েল মিয়া, দলিল লেখক আখতার হোসেন, ধারাভাষ্যকার আলী হোসেন রানা, মখলিছ মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ নেতা মাওলানা মো. আবদুল বাছিত ও খন্দকার মাসুম আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, বর্তমান ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, জানাহার বেগম ও ছানারা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীরা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নিবার্চন অফিসে রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদারের কাছে মনোননয়নপত্র প্রদান করেন।
আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিুকর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ডা. শাকির আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, হারুন মিয়া, আলাউর রহমান, শাহ নুরুর রহমান সানুর, আফজালুর রহমান চৌধুরী নাজলু, জাভেদ আহমদ আম্বিয়া, চয়ন পাল, চঞ্চল পাল ও অরুনোদয় পাল ঝলক প্রমুখ।
Related News
সিলেট সদর উপজেলায় চমক দেখাতে পারেন মিল্লাত চৌধুরী
সিলেট সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে বর্তমান ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, চেয়ারম্যান পদে নির্বাচনRead More
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবসংগঠক আহাদ মিয়া
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবসংগঠক মো. আহাদ মিয়া। তিনি একজনRead More