ইরানি নারীদের প্রতি সমর্থনে ভাষণের সময় চুল কাটলেন সুইডিশ এমইপি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দেশটির নারীদের প্রতি সংহতি জানাতে ভাষণ দেওয়ার সময় নিজের চুল কেটেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য (এমইপি) আবির আল-সাহলানি। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রসবুর্গে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি চুল কাটেন সুইডিশ এমইপি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
চুল কাটার আগে ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে আবির আল-সাহলানি বলেন, ইরান মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়নকারীদের চেয়ে বেশি। ইরানের নারীরা মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে আছি।
এসব কথা বলার পর তিনি একটি কাঁচি হাতে নেন। ‘নারী, জীবন, মুক্তি’ বলে তিনি নিজের চুলের ঝুঁটি কাঁচি কেটে ফেলেন।
জুলিয়েত্তে বিনোশে ও ইসাবেলে হুপার্টসহ ফ্রান্সের শীর্ষস্থানীয় কয়েক জন অভিনেত্রীও ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে নিজের চুল কেটেছেন।
ইরানে গত কয়েক বছরের মধ্যে বৃহত্তম এই বিক্ষোভের সমর্থনে লন্ডন, প্যারিস, রোম ও মাদ্রিদে বিক্ষোভ হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনিকে যথাযথভাবে মাথা না ঢাকায় গ্রেফতার করেছিল দেশটির নৈতিকতা পুলিশ। পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নেওয়ার পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিহত আমিনির পরিবারের অভিযোগ, পুলিশ কর্মকর্তা তার মাথায় ব্যাটন দিয়ে আঘাত করেছে এবং গাড়িতে মাথা চেপে দিয়েছে। পুলিশ এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে আমিনির।
Related News

সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন
সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে শনিবার আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রেRead More

বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী নারীর স্বীকৃতি পেয়েছেন চানেল ট্যাপার। তারRead More