সিলেটের ঐতিহ্যবাহী নিয়ে মুক্তি পাচ্ছে আঞ্চলিক গান ‘আমরা সিলেটিরে ভাই

সিলেটের ঐতিহ্যবাহী নিয়ে মুক্তি পাচ্ছে আঞ্চলিক গান আমরা সিলেটিরে ভাই নির্মাতা ও দক্ষ সংগঠক মোঃ কামাল এর পরিচালনায় গানটি মুক্তি পাচ্ছে।
বাংলা গানের সিলেটের অন্যতম কণ্ঠশিল্পী ইকবাল সাঁইয়ের গানটি। আকামত টিভি ইউটিউব চ্যানেলে থেকে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেটের নাট্যনির্মাতা ও দক্ষ সংগঠক মোঃ কামাল।
গানের শিরোনাম ‘আমরা সিলেটি রে ভাই’। গানটি লিখেছেন ও সুর করেছেন ইকবাল সাঁই। সঙ্গীত পরিচালনা করেছেন সুদীপ চক্রবর্তী ও সহকারি পরিচালক মাসুম খান। গানটিতে মডেলিং করেছেন সিলেটের এক ঝাঁক তরুণ, মডেল সুমাইয়া, মাহি রাজ, ডান্স কোরিওগ্রাফার মুরাদ আহমদ আরো অনেকে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আকামত আলী (রুবেল ) তার তত্ত¡াবাবধানেই ‘আকামত টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবারের মতো ইকবাল সাঁইয়ের গানটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে। গানের ভিডিও কনসেপ্ট লিমন ও আকামত টিভি থেকে প্রকাশ হবে বলে জানা গেছে।
ইকবালকে নিয়ে কাজ করা প্রসঙ্গে প্রবাস থেকে মুঠোফোনে লন্ডন প্রবাসী প্রযোজক, সৈয়দ আকামত আলী (রুবেল) বলেন ইকবাল ভাই সিলেটে একজন ভালো শিল্পী। তার সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি তিনি বিশাল মনের একজন মানুষও বটে সংবাদ বিজ্ঞপ্তি।
Related News

পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল ‘খারাপ মেয়েদের’ পোশাক: চিত্র নাইকা বাঁধন
‘আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে-মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই।Read More