সিলেট জেলা ও মহানগর আওয়ামী তরুন লীগের আহবায়ক কমিটির অনুমোদন
বাংলাদেশ আওয়ামী তরুন লীগ সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত ১৩ জুলাই কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এডভোকেট আনিসুর রহমান বাদশা স্বাক্ষরিত সিলেট জেলার ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রদান করা হয়।
এ কমিটির আহবায়ক হলেন— লয়লুছ আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়কবৃন্দ— সেলিম আহমদ, সমিত্র দাম পিংকু, আব্দুস সালাম, সদস্য আব্দুল মজিদ, ছুরত আলী, নজরুল ইসলাম, মানিক মিয়া, নুরুল হক, সামসুন নুর, মোঃ মনসুর আলী, চুনু মিয়া, ছৈল মিয়া, আব্দুন নুর, সিদ্দেক আলী, নাজমা বেগম, শরীফ উদ্দিন, আব্দুল মতিন, আঙ্গুর মিয়া (লোকমান), নয়ন তারা, আব্দুস শাহেদ, রঙ্গমালা বেগম, সাফিয়া বেগম, মোশারফ মিয়া, বাবুল মিয়া, ছৈদ উল্লাহ, গোলাপ নুর রুমন আহমদ, আল আমিন, আব্দুল জব্বার, তুহিন আহমদ, সাহেদ আলী, সিরাজ, নিজাম উদ্দিন, মকরম উদ্দিন, কছির আলী, সেলিম আহমদ, ইসিকন্দর আলী, ছয়ফুল ইসলাম, দুদু মিয়া, আল আমিন, নিজাম উদ্দিন, আব্দুল হেকিম আলী নুর, কাজী দিলওয়ার মিয়া।
সিলেট মহানগর ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রদান করা হয়।
এ কমিটির আহবায়ক হলেন— লিটন পাল, যুগ্ম আহবায়কবৃন্দ— মুহিবুর রহমান মেম্বার, নুরুল ইসলাম ছোটন, আলাউদ্দিন সুমন, সদস্য আব্দুল্লহ, আব্দুল হান্নান, নুরুল হক, ইসলাম উদ্দিন, লেছু মিয়া, সাইফুল ইসলাম, সুমন মিয়া, সাজ্জাদ আলী, জুয়েল আহমদ, রহিম উদ্দিন, মুহিব মিয়া, আতাউর রহমান, সুরঞ্জিত দে, কামাল আহমদ, ফুল মিয়া, নুরুল ইসলাম, চমক আলী, ইসলাম উদ্দিন জাটাই, শরীফুল ইসলাম রানু, আসকর আলী, লুতফুর রহমান রাজু, কামাল উদ্দিন, আব্দুল খালিক, ইসকন্দর আলী,। মুনসুর আলী।
এদিকে কমিটি অনুমোদন হওয়ার পর বুধবার (১০ আগস্ট) বেলা দেড়টার বিমান ফ্লাইটে ঢাকা থেকে সিলেট কমিটি নিয়ে আসলে জেলা ও মহানগর নেতৃবৃন্দকে স্বাগত জানান নেতা কর্মীরা। এসময় জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করে জাবো। এবং সিলেট জেলা ও মহানর আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক রাজনৈতিক সকল কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে তরুন লীগের নতুন এ কমিটি।
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More