Main Menu

তাইওয়ান ছাড়লেন মার্কিন হাউস স্পিকার পেলোসি

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে তার বিতর্কিত সফর শেষ করেছেন, বুধবার তাইপেইয়ের সোংশান বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি ছেড়ে যায়। বার্তা সংস্থা আরটির প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

বেইজিংয়ের কঠোর সতর্কতা সত্ত্বেও মঙ্গলবার (২ আগস্ট) পৌঁছেছিলেন পেলোসি। তাইপেইতে তার সংক্ষিপ্ত সফর শেষ করার আগে স্থানীয় সংসদে ভাষণ দেন এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে একটি বৈঠক করেন। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান।

তিনি আরও বলেন, আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে এটা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। একই সঙ্গে আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত।

পেলোসি বলেন, তাইওয়ানের সঙ্গে আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এখানে সেই বার্তাটি নিয়ে এসেছি।

এছাড়াও তাইওয়ান সফরে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে বিশেষ গ্র্যান্ড কর্ডনের সাথে অর্ডার অফ প্রোপিটিস ক্লাউডস (তাইওয়ানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে একটি) দিয়ে ভূষিত করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *