ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৮
ভারতে মধ্যপ্রদেশের জাবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকালে জাবালপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ আগুন লাগে। এতে হাসপাতালের ৫ রোগী ও তিন কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। পুলিশ একথা জানিয়েছে।
জাবালপুরের পুলিশ সুপার অখিলেশ গৌর বলেন, বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল। আমাদের দল হাসপাতালের ভেতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
Related News

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More

ইসরাইলি বিশেষজ্ঞ: শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে
একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানেরRead More