তাহসানের সঙ্গে মাহির প্রেম, পছন্দ করছেন দর্শক

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। গেল ঈদে তার অভিনীত ‘হাঙ্গর’ এবং ‘প্রয়োজন’ নাটক দুটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।
নাটকে অনেক অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেও তাহসান খানের সঙ্গে কখনো অভিনয় করা হয়নি মাহির। অবশেষে পছন্দের এই তারকার সঙ্গে কাজ করলেন তিনি। ‘তবুও ভালোবাসি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্না।
গত ২৯ মে ইউটিউবে জি সিরিজ বাংলা নাটক চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। বেশ সাড়াও মিলেছে। এরইমধ্যে ৮ লাখের বেশি ভিউ পেয়েছে নাটকটি।
মাহি বলেন, ‘তাহসান ভাইয়ের গান আমার খুব ভালো লাগে। তার অভিনয়ও অসাধারণ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল তার সঙ্গে অভিনয় করার। এই নাটকটির মাধ্যমে সেই ইচ্ছা পূরণ হলো।’
তিনি আরও যোগ করেন, ‘নাটকে দেখা যাবে তাহসান ভাই গ্রাম থেকে ঢাকা শহরে আসেন। আমার এক ছাত্রের মামা তিনি। নানা বিষয় নিয়ে আমার সঙ্গে মতবিরোধ হয় তার। শেষ পর্যন্ত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।’
Related News

পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল ‘খারাপ মেয়েদের’ পোশাক: চিত্র নাইকা বাঁধন
‘আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে-মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই।Read More