Main Menu

দোয়ারা সীমান্তে বাগানবাড়ি রিংকু বর্ডার হাটের উদ্বোধন ভারত- বাংলাদেশের মধ্যে বন্ধন ও বানিজ্যের আরেকটি দিগন্ত উন্মোচিত হলো : মুহিবুর রহমান মানিক এমপি

ভারত বাংলাদেশের মধ্যে বন্ধন ও বানিজ্যের আরেক দিগন্ত উন্মোচিত হলো বলে উল্লেখ করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমানায় বাগানবাড়ি রিংকু বর্ডার হাটের উদ্বোধন কালে একথা বলেন। মুহিবুর রহমান মানিক আরোও বলেন, মুক্তিযুদ্বের সময় ভারত আমাদেরকে যে সহযোগীতা করেছে তা কোন দিন ভুলার নয়। তারা সবসময়ই আমাদের বন্ধু প্রতিম দেশ। এই হাট চালোর ফলে মেঘালয় ও সুনামগঞ্জের ছাতক-দোয়ারা এলাকার মানুষের মধ্যে আরো সু-সর্ম্পক গড়ে উঠবে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ফিতা কেটে বাগানবাড়ি রিংকু বর্ডার হাটের আনুষ্ঠানিক উদ্বোধন কালে উপরোক্ত কথা গুলো বলেন এমপি মুহিবুর রহমান মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মি. নিরাজ কুমার জয়সাওয়াল।

আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারতীয় প্রতিনিধি এ ডি এম ডিপসাম্বর, ইউ এম ডি সি আই সি, এফ মাজাও, বিবিও, পি মকইম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্্রর সহকারী পরিচালক প্রদীপ চন্দ্্র দাস, দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা খাতুন, ভোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খান, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আফজাল হোসেন প্রমুখ।বর্ডার হাট উদ্বোধনের পরে ভোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *