Main Menu

ইহুদি বসতি স্থাপনকারীদের অব্যাহত হামলায় ফিলিস্তিনে নতুন ইন্তিফাদার শঙ্কা

ফিলিস্তিনিদের সম্পত্তির ওপর ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীদের অব্যাহত হামলায় ফিলিস্তিনে নতুন ইন্তিফাদা (গণঅভ্যুত্থান) হতে পারে। বিশেষ করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর অঞ্চলে এ ইন্তিফাদা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। বুধবার ওই ইসরাইলি সেনা কমান্ডার এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে কুদস প্রেস।

কুদস প্রেস জানিয়েছে, ইসরাইলের ওয়াল্লা নিউজ ওয়েবসাইট তাদের প্রতিবেদনে বলেছে যে ইসরাইলি সেনা কমান্ডাররা দেশটির পুলিশ বাহিনীর ব্যাপক সমালোচনা করেছে। কারণ, ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীরা যখন নিপীড়ন করে তখন ইসরাইলি পুলিশ নীরব ভূমিকা পালন করে। তারা ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীদেরকে কোনো বাধা দেয় না।

ইসরাইলের ওয়াল্লা নিউজ ওয়েবসাইট জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা অব্যাহতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের সাথে দাঙ্গা করা, তাদের ফসল নষ্ট করা এবং ফিলিস্তিনিদের ওপর পাথর ছুড়ে মারা হচ্ছে প্রতিদিনের নির্মম নির্যাতনের উদাহরণ। এছাড়া ফিলিস্তিনিদের বাড়ি-ঘর ও সম্পত্তিতে আগুন দেয়ার মতো ঘটনাও ঘটেছে।

ইসরাইলি সেনা কমান্ডারদের শঙ্কা, ফিলিস্তিনিদের ওপর যেকোনো ইহুদি বসতি স্থাপনকারীর ঘৃণ্য অপরাধের কারণে পশ্চিম তীরে (ইসরাইলবিরোধী) বিদ্রোহের সূচনা হতে পারে।

তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা ক্রমাগত বাড়ছে। ফিলিস্তিনিদের ওপর ২০১৯ সালে ৩৫২টি, ২০২০ সালে ৩৫৩টি ও ২০২১ সালে ৩৭৭টি আক্রমণ চালিয়েছে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা।

২০২১ সালে ফিলিস্তিনিদের ফসল নষ্ট করার জন্যও হামলা হয়েছে। ওই সময় ফিলিস্তিনিদের ফসলের ওপর ৫৬৩ বার হামলা চালিয়েছে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা।

সূত্র : মিডল ইস্ট মনিটর






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *