সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি।
গতকাল শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ এলাকায় নির্মিত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, সুনামগঞ্জ সদর উপজেলাধীন মদনপুর পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজ পরিদর্শন করেন। এসময় তিনি সুনামগঞ্জ মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনসহ সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে মেডিকেল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
পরে পরিকল্পনা মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা পরিষদ, খাদ্য গোদাম, উপজেলা প্রশাসনিক ভবন ও শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনুজিত মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানের পুত্রবধু মিসেস ন্যান্সি, নাতি সেলাল মান্নান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, মেডিকেল অফিসার ডা. জ্যোতি দাস, ডা. আয়শা ফারহানা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।
Related News
সুনামগঞ্জে জোড়া খু.ন, রহ.স্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
সুনামগঞ্জের হাসননগরের এসপি বাংলো এলাকায় মা ছেলেকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ফরিদাRead More
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে, এম এ মান্নান
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদিRead More