সোমালিয়ায় গাড়িবোমা হামলা, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৮

সোমালিয়ার রাজধানী মগাদিসুতে গাড়িবোমা হামলায় স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।
প্রত্যক্ষদর্শী ও সোমালিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের একটি বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।
সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলার পর ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে। মগাদিসু পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা গুণে দেখেছি- ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ শিক্ষার্থীও রয়েছে।’
তিনি জানান, জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে একজন আত্মঘাতি হামলাকারি এ হামলা চালায়। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা রক্ষী বাহিনীর কোনো সদস্য আহত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
Related News

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয়Read More

থাইল্যান্ডে পালিয়েছে মায়ানমারের শত শত সেনা ও বেসামরিক নাগরিক
মায়ানমারের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত যোদ্ধাদের হামলার পর শনিবার ৫৫০ জনেরও বেশি বেসামরিক লোক ওRead More