Main Menu

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ছাতকে গৃহহীন ও ভূমিহীনদের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

সোমবার (৯ আগস্ট) বিকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের নির্মিত ৭৪টি ঘরের উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি। এসময় উপহারের ঘরের একটি কক্ষে চা-বিস্কুটের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করা এক মহিলাকে ছাতক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর উপহার দেয়া হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম প্রমুখ ।

পরিদর্শন শেষে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এসময় উপকারভোগীদের সাথে কথা বলে ঘরের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এর আগে সকালে ছাতক পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যূরাল উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *