ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরে দুটি কাঠের নৌকা থেকে ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।
রোববার রাতে ছয় ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফ্রান্স ও জার্মানির দুটি এনজিও জাহাজ সি ওয়াচ-৩ এবং ওসিন ভাইকিং তিউনেশিয়ার জলসীমা থেকে তাদের উদ্ধার করে।
অভিবাসন প্রত্যাশীরা লিবিয়া ও তিউনেশিয়া থেকে ইউরোপের ইতালির উদ্দেশে রওয়ানা করেছিলেন। আবহাওয়া ভালো থাকায় সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার প্রবণতা বেড়েছে।
এ অভিযানের সম্ভাব্য নেতৃত্বদানকারী সি-ওয়াচ ৩ অন্তত ১৪১ জনকে উদ্ধার করেছে। ওসিন ভাইকিং বাকি লোকজনকে উদ্ধার করে। জার্মান এনজিও রেসকিউ শিপ ইয়াচ নাদির পরে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে সহযোগিতা করেছে।
উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মরক্কো, মিশর ও সিরিয়ার নাগরিক রয়েছেন। কাঠের নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের কেউ হতাহত হয়েছেন কিনা – তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কাঠের নৌকার ভেতরে ও উপরে ঠাসা ছিলেন অভিবাসন প্রত্যাশীরা। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, নৌযানগুলো সাগরে নামানোর কিছুক্ষণ পর এর ইঞ্জিন কাজ করছিল না। তারা জানান, অভিবাসন প্রত্যাশীরা সাগরে ঝাঁপ দিয়ে উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ৩ এর দিকে এগোতে থাকেন।
Related News

হোয়াইট হাউসের নৈশভোজে নেতানিয়াহুকে গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের চাপ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরাইলকে চাপ দিতে সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরRead More

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More