আগস্টে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

আগস্ট মাসে চীন ও রাশিয়া একটি যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে। আগস্ট মাসের শুরুর দিকে এ যৌথ সামরিক মহড়া আয়োজন করা হবে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, এ সামরিক মহড়া আয়োজনে চীন ও রাশিয়া দ্রুততার সাথে ১০হাজার সেনা প্রেরণ করবে। বিভিন্ন প্রকারের যুদ্ধবিমান, কামান, আর্মাড ভেইকল এ মহড়ায় অংশ নিবে। এ মহড়ায় যৌথভাবে শত্রুকবলিত এলাকা পরিদর্শন, পূর্ব সতর্কীকরণ, ইলেকট্রনিক তথ্যযুদ্ধ ও যৌথ আক্রমণের সক্ষমতা দেখা হবে।
দ্যা জাপাড বা মিথষ্ক্রিয়া-২০২১ নামের এ যৌথ সামরিক মহড়া চীনের স্বায়ত্বশাসিত প্রদেশ নিংজিয়াতে অনুষ্ঠিত হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চীনের উত্তর-পশ্চিমের এ প্রদেশটিতে ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির দ্যা গ্লেবাল টাইমস পত্রিকা।
সূত্র : ইয়েনি সাফাক
Related News

ময়নাতদন্তের ছবি নিয়ে বেদনা প্রকাশ করেছেন কেনেডি কন্যা
রবার্ট এফ. কেনেডির মেয়ে কেরি শনিবার ট্রাম্প প্রশাসন প্রকাশিত ১৯৬৮ সালে তার বাবার হত্যার পরRead More

সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন
সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে শনিবার আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রেRead More