সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তৈরিকৃত সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করতে গেলে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি কে ফুলেল শুভেচছা জানান বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ মনোজিৎ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা জসিম উদ্দিন শরীফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ, যুবলীগ নেতা মিজানুর রহমান, মতি মিয়া ও ছাত্রলীগ নেতা জুয়েল দাস প্রমুখ।
Related News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More