Main Menu

মেডিক্যাল ছাত্রী লুবনার শরীরে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের শেষ বর্ষের মেধাবী ছাত্রী ফাতেমা ইসরাত লুবনার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অস্ত্রোপচার সফল হয়েছে। সোমবার ঢাকার কিডনি ফাউন্ডেশনে দুপর ১২টা হতে শুরু হয়ে অস্ত্রোপচার শেষ হয় বিকাল সাড়ে ৫টায়। চিকিৎসক বলেছেন কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। কিডনি দাতা ও গ্রহীতা ভাল আছেন। অপারেশন পরবর্তী ১৪দিন পোস্ট অপারেটিভে থাকতে হবে। তারপরও ফলোআপের জন্য রোগীকে মাস ছয়েক ঢাকায় অবস্থান করতে হবে। পরিবারের সবাই থাকার জন্য নভেম্বর ২০২০ হতে হাসপাতালের পাশে বাসা ভাড়া নিয়েছেন। ঢাকায় অবস্থানরত লুবনার স্বামীর সাথে কথা বললে তিনি এসব তথ্য জানিয়ে লুবনার পূর্ণ সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য, লুবনার এক খালা একটি কিডনি দান করেছেন। লুবনার দুটি শিশু সন্তান রয়েছে।
সাইক্লোন, সিলেট এর উদ্যোগে সংগঠনের সদস্যবৃন্দ ও সমাজের দানশীল ব্যক্তিদের নিকট হতে সংগ্রহ করে জুলাই ২০২০ সালে প্রায় পক্ষ ৪ লক্ষ টাকা লুবনার পরিবারের নিকট প্রদান করা হয়েছিল। এছাড়া সার্বক্ষণিক তাঁর চিকিৎসার খোঁজখবর নেয়া হয়।
সাইক্লোন, সিলেট এর পক্ষ হতে মেধাবী মেডিক্যাল ছাত্রী ফাতেমা ইসরাত লুবনার পূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন সভাপতি, বিশিষ্ট ব্যাংকার জাবেদ আহমদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *