সিলেট মহানগরীতে পঞ্চম দিন ভ্যাকসিন নিলেন ৪ হাজারের অধিক নারী-পুরুষ
উৎসব মূখর পরিবেশে সিলেট মহানগরীতে পঞ্চম দিন ভ্যাকসিন নিলেন ৪ হাজারের অধিক নারী-পুরুষ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ১২টি, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতালে ১টি, বিজিবি ক্যাম্পে ১টি ও র্যাব-৯ সদর দপ্তরে ১টি বুথে ভ্যাকসিন নেন তারা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন মোট ৪ হাজার ৭৫ জন।
এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৩ শ ৬৭ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১৯৩২ ও নারী ১৪৩৫ জন।
অপরদিকে, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ৩ শ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ২১৫ ও নারী ৮৫ জন।
এছাড়াও সিলেট বিজিবি ক্যাম্পে স্থাপিত বুথে ২৩০ জন এবং র্যাব-৯ সদর দপ্তরের বুথে ১৭৮ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে বিজিবি ক্যাম্পে পুরুষ ২১৬ ও নারী ১৪ জন এবং র্যাব-৯ সদর দপ্তরের বুথে ১৪৫ জন পুরুষ ও ৩৩ জন নারী ভ্যাকসিন নিয়েছেন।
এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন আজ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন। ভ্যাকসিন গ্রহণ শেষে তিনি জানান শারীরিক ভাবে তিনি সুস্থ রয়েছেন কোন সমস্যা হচ্ছেনা। সদর উপজেলাবাসীসহ সকলকে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

