মালালা শিক্ষাবৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন পাকিস্তানি নারীরা

পাকিস্তানে নারী শিক্ষার বাধা দূর করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া মালালা ইউসুফজাইয়ের নামে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে `মালালা ইউসুফজাই স্কলারশিপ’। সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী এই তরুণীর নামে চালু শিক্ষাবৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন পাকিস্তানের পিছিয়ে পড়া নারীরা।
গত ১৩ জানুয়ারি মালালার নামে চালু হওয়া শিক্ষাবৃত্তির প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।
এর আগে গত বছরের মার্চে প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস করা হয়। এই বছর ১ জানুয়ারি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি পাস করা হয়।
আইন অনুসারে, যুক্তরাষ্ট্রের ইউএস এজেন্সি অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) সংস্থার আওতায় পাকিস্তানে দরিদ্র ও মেধা বৃত্তির অন্তত ৫০ ভাগ নারীদের দেয়া হবে।
উচ্চশিক্ষায় বিভিন্ন বিষয়ে অধ্যয়নের জন্য নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে পাকিস্তানি নারীদের এই বৃত্তি দেয়া হবে।
এই আইনের আওতায় ইউএসএআইডি পাকিস্তানি বেসরকারি খাত ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানি অভিবাসীদের সাথে পাকিস্তানে শিক্ষার উন্নতি ও প্রসারে কাজ করবে।
সূত্র : জিও নিউজ ও ডন
Related News

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয়Read More

থাইল্যান্ডে পালিয়েছে মায়ানমারের শত শত সেনা ও বেসামরিক নাগরিক
মায়ানমারের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত যোদ্ধাদের হামলার পর শনিবার ৫৫০ জনেরও বেশি বেসামরিক লোক ওRead More