Main Menu

সম্পর্ক বহালের পর কাতারে পৌঁছালো সৌদি বিমান

সৌদি আরবের রাষ্ট্রীয় বেসামরিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের একটি বিমান কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেছে। কাতারের ওপর থেকে সৌদি ও তার মিত্রদের সাড়ে তিন বছরের অবরোধ তুলে নেয়ার পর সোমবার রাতে দোহায় অবতরণ করা বিমানটিই প্রথম সৌদি বিমান।

কাতার এয়ারওয়েজ এক টুইট বার্তায় বিমানটিতে আসা সৌদি যাত্রীদের ছবি শেয়ার করে লিখে, ‘রিয়াদ ও দোহার মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার পর সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাল।’

জেদ্দা ও দাম্মাম থেকে শিগগির কাতারে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে কাতার এয়াওয়েজের একটি বিমান দোহা থেকে যাত্রা করে এবং দুপুর ২টা ১০ মিনিটে রিয়াদে পৌঁছায়।

কাতার এয়ারওয়েজের টুইটার একাউন্টে দোহা থেকে সৌদি আরবগামী যাত্রীদের ছবি শেয়ার করে এক টুইট বার্তায় লেখা হয়, ‘সীমান্ত খোলার পর হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি আরবের রিয়াদগামী কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইটের যাত্রীরা বিমানে উঠছেন।’

এদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতার এয়ারওয়েজের যাত্রীবাহী বিমানের জন্য তাদের আকাশসীমা খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।

গত সপ্তাহে মঙ্গলবার, সৌদি আরবের আল-উলায় ৪১তম জিসিসি সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাতারের ওপর দীর্ঘ সাড়ে তিন বছরের অবরোধ তুলে নেয়।

সৌদি আরব ও অপর তিন আরব দেশ ২০১৭ সালের জুনে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে সহায়তার অভিযোগে এই অবরোধ চাপিয়ে দিয়েছিল। কাতার ওই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : আনাদোলু এজেন্সি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *