Main Menu

কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়নে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ও ৭নং মোগলগাঁও ইউনিয়নে জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারী) সকালে প্রথমে কান্দিগাঁও এবং পরে মোগলগাঁও ইউনিয়নে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূর, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আফতাব আহমদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সচিব নেহার জিৎ পাল, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, মেম্বার আব্দুল মজিদ, শাহনুর আলম, ছৈল আলী,সাবাজ আহমদ, মুহিবুর রহমান, কাচা মিয়া, শায়েস্তা মিয়া, দুলাল আহমদ, এম.এ জাহির, মহিলা সদস্য আংরা বেগম, খোশতেরা বেগম, রুমা আক্তার, মোগলগাঁও ইউনিয়নের মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম, ফজলু মিয়া, মুক্তার আলী, শফিকুর রহমান, মোঃ ফজলু, মুজিবুর রহমান, মঈন উদ্দিন, আসমা বেগম ও জহুরা বেগম, যুবলীগ নেতা কুতুব উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, আওয়ামী লীগ সবসময় দরিদ্র মানুষের কথা বেশি করে চিন্তা করে। তাদের জীবন মান উন্নয়ন করার লক্ষে নানা ধরণের ভাতা চালু করেছে। সে ভাতা গুলো পেয়ে মানুষ কিছুটা হলেও সাচ্ছন্দে চলতে পারেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *