এখন থেকে অর্ষা

করোনার এই কঠিন সময়ে সুসময় পার করছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সম্প্রতি দু’টি সিনেমার শুটিং করলেন তিনি। এরমধ্যে একটি সিনেমার নাম ‘সাহস’। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। অন্য ছবিটি হলো নুর ইমরান মিঠুর পরিচালনায় ‘পাতাল ঘর’। একেবারেই চুপিসারে এই সিনেমার শুটিং শেষ করেন অভিনেত্রী। এদিকে সিনেমার শুটিং শেষ করেই অর্ষা নাটকে কাজ শুরু করেছেন। গেল বৃহস্পতিবার উত্তরায় একটি নাটকের শুটিং করেছেন।
যেটির নাম এখনো ঠিক হয়নি বলে জানান এই অভিনেত্রী। তবে নাটকে কাজের ক্ষেত্রে অর্ষা এখন সচেতন হয়েছেন। তিনি বলেন, অনেকদিন ধরেই তো কাজ করছি। মনে হয়েছে তাড়াহুড়ো করে কাজ করলে কোনো কাজ ভালো হয় না। তাই এখন থেকে তাড়াহুড়ো কাজের বিষয়ে আমি নারাজ। কাজ কম হোক। তবে ভালো মানের কাজের সঙ্গে নিজেকে জড়াতে চাই। চলতি বছরের শুরুর দিকে ‘বুমেরাং’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচিত হয়েছেন অর্ষা। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফরম ‘হইচই’র জন্য আরো একটি বিশেষ ওয়েব ফিল্মে কাজ করবেন। এটি পরিচালনা করবেন মাসুদ হাসান উজ্জল।
Related News

সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প
সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিকRead More

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More