শহীদ বুদ্ধিজীবী দিবসে সমকাল সুহৃদ সমাবেশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন সুনিশ্চিত, সেই সময়ে আরও আগ্রাসী হয়ে উঠেছিল পাকিস্তান বাহিনী ও তাদের দোসররা। বাংলাদেশের শুভসূচনাকে নস্যাৎ করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার-আল বদর-আল শামসদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী এদেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজেদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করে।
বিগত বছরগুলোর ন্যায় বাঙালি জাতির এই সূর্য সন্তানদের অতল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলা শাখা। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সুহৃদ সমাবেশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ফটো সাংবাদিক ও সুহৃদ সমাবেশ, সিলেটের অন্যতম উপদেষ্টা ইউসুফ আলী, সিলেট সুহৃদ সভাপতি সুব্রত বসু, সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, পাঠচক্র সম্পাদক তমালিকা দত্ত, দীপ্ত দত্ত প্রমুখ।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More