Main Menu

ফল উল্টানোর সর্বশেষ চেষ্টায়ও ব্যর্থ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল পাল্টে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর বিবিসির

এ সপ্তাহে টেক্সাসে মামলাটি দায়ের করা হয়। সেখানে বলা হয়, জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ নয়।

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এই চারটি রাজ্যেই জিতেছেন। ট্রাম্পের অভিযোগ, ওই চারটি অঙ্গরাজ্যে জালিয়াতি করে জো বাইডেন বিজয়ী হয়েছেন।

মামলাটি ১৮টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ও কংগ্রেসের ১০৬ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন।

সুপ্রিমকোর্ট শুক্রবার মামলাটি খারিজ করে দেয়। কারণ হিসেবে বলেছে- টেক্সাসের কোনো আইনগত ভিত্তি নেই মামলাটি করার।

আদালত বলেছেন, যখন অন্য একটি রাজ্য তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোনো বিচারিক আগ্রহ থাকতে পারে না।

এই আদেশ ট্রাম্পের জন্য আরো একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোনো তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিমকোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

পেনসিলভানিয়াতেও এর আগে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত। নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকেরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে।

কিন্তু কোনোটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।

মার্কিন ইলেকটোরাল কলেজ ভোটে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন ট্রাম্পকে ৩০৬-২৩২ হারিয়ে দেন। বাইডেন ট্রাম্পের চেয়ে মোট ৭০ লাখ ভোট বেশি পান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *