Main Menu

চাঁদের নমুনা আনতে চীনের মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ

চাঁদের নমুনা আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের নমুনা সংগ্রহ করে ফিরে আসবে। প্রথমবারের মতো এ নমুনা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

এক প্রাচীন চীনা চন্দ্রদেবীর নামানুসারে এই যানটির নাম রাখা হয়েছে ‘চ্যাং’ই ফাইভ’। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গল থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরো সুগম করতে পারে।

আনাদলু এজেন্সি জানিয়েছে, চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে সেমাবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় পাঠানো হয়েছে মহাকাশযানটি।

৪০ বছরের মধ্যে বিশ্বে প্রথম চাঁদের নমুনা সংগ্রহে অভিযানে গেছে মহাকাশযানটি। এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *