কাশ্মিরে আশুরার মিছিলে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর গুলি

অধিকৃত কাশ্মিরে মুসলমানদের আশুরার মিছিলে শটগানের গুলি চালিয়েছে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিয়াদের এ মিছিলে হামলার ঘটনায় বহু আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মহররমের ১০ তারিখ উপলক্ষে শনিবার এ মিছিলের আয়োজন করে প্রায় ৯৭ শতাংশ মুসলিম অধ্যুষিত হিমালয়ান অঞ্চলটির মানুষজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর আলি বার্তা সংস্থা এএফপিকে জানান, মিছিলটি কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের পার্শ্ববর্তী বেমিনা এলাকা থেকে শুরু হয়। এ সময় সরকারি বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন।
জাফর আলি ও অন্য যারা দেখেছেন তারা জানিয়েছেন, সমাবেশ বানচাল করতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ বলছে, করোনাভাইরাসের কারণে জারি করা নিষেধাজ্ঞা ভেঙেছেন এ লোকজন।
অন্য আরেক প্রত্যক্ষদর্শী ইকবাল আহমেদ জানিয়েছেন, মিছিলটি শান্তিপূর্ণই ছিল এবং সেখানে নারীরাও অংশ নিয়েছিলেন। তারপরও গুলি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
এছাড়া, হাসপাতালের কর্মীরা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, অন্তত ৩০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কিছু ছিল গুলি ও টিয়ার গ্যাসে আহত।
সূত্র : আলজাজিরা
Related News

বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী নারীর স্বীকৃতি পেয়েছেন চানেল ট্যাপার। তারRead More

গাজায় নতুন করে হামলার তদন্তের দাবি ১৩ ইসরাইলি আইনজীবীর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে আবারো সামরিক অভিযান চালানো শুরু করেছে ইসরাইল। নতুন করেRead More