Main Menu

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র করোনায় আক্রান্ত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনায় আক্রান্ত হয়েছেন বলে আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে। সংবাদ সংস্থাটির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দিমিত্রি পেসকভ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যাবতীয় কার্যক্রম চালাচ্ছেন। সরাসরি সাক্ষাৎ সহজে কারও সঙ্গে করছেন না। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক মাসেরও বেশি সময় আগে একবার সরাসরি সাক্ষাৎ হয়েছিল বলে রুশ রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসকে আজ জানিয়েছেন পেসকভ।

এর আগে রাশিয়ার তিনজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে প্রধানমন্ত্রী মিখাইল মিশাস্তিন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া দেশটির সংস্কৃতিমন্ত্রী ও আবাসনমন্ত্রীও করোনায় আক্রান্ত হন।

রাশিয়া ভাইরাসটির বিস্তার ঠেকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যমতে, দেশটিতে সম্প্রতি ভাইরাসটির সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রের পরই বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় রাশিয়ায় শনাক্ত হওয়া সংক্রমণের সংখ্যা বেশি। আজ মঙ্গলবার রাশিয়ায় নিশ্চিত সংক্রমণের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে।

পেসকভের করোনায় আক্রান্ত হওয়ার এই ঘোষণা এমন সময়ে এল, যখন কিছুক্ষণ আগেই রাশিয়ায় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবর এল। সেন্ট পিটার্সবার্গের সেন্ট জর্জ হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে হওয়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন এখন আসেনি। ভেন্টিলেটরে থাকা পাঁচ কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাস নিউজ এজেন্সি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *