দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত সেই তরুণীর বাবা-ভাইও আক্রান্ত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একই পরিবারের আরও ২ জন। আক্রান্তরা উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের মৃত সুরুজ উল্লার ছেলে আসিক মিয়া (৫৫) ও একই পরিবারের নুর মিয়া ছেলে শাহরিয়ার হোসেন (১৬)।
জানা যায়, নতুন আক্রান্ত এই দুজন করোনা আক্রান্ত টাইলা গ্রামের সেই তরুণীর বাবা ও ভাই। করোনা আক্রান্ত ওই তরুণীকে আইসোলেশনে নেয়ার পর তার পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে এই দুজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্তের বাড়ি গিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠায়।
এনিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান ৪ জন। আমরা নতুন আক্রান্তদের আইসোলেশনে পাঠিয়েছি।
Related News

পুলিশ বন্যার্ত মানুষের পাশে আছে: সিলেটে আইজিপি
সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বন্যার্ত মানুষেরRead More

বন্যার্ত সকলেই ত্রাণসহ সকল প্রকার সহায়তা পাবেন: র্যাব প্রধান
সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা তখন বন্যার পানিতে প্লাবিত। এরই মধ্যে কয়েক জায়গায় ডাকাতির ঘটনাRead More