যৌথ প্রযোজনার ছবিতে নিরবের নায়িকা আরিয়ানা
দীর্ঘ বিরতির আবার শুরু হতে যাওয়া যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘স্পর্শ’। ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন স্পর্শ ছবিটি নির্মাণ করবে। আর পরিচালনায় আছেন বাংলাদেশ থেকে অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত।
এই ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। এবার জানা গেলো, এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নবাগতা আরিয়ানা জামান। এছাড়াও কলকাতার জনপ্রিয় একজন নায়িকাকে দেখা যাবে ত্রিভুজ প্রেম ও সম্পর্ক ঘিরে নির্মিতব্য সিনেমায়।
‘স্পর্শ’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা জামান বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি, আশা করছি নিজেকে প্রমাণের সুযোগ পাবো ‘
নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে আমাদের বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।’
‘স্পর্শ’র মধ্য দিয়ে প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিরব। সিনেমাটি নিয়ে আগেই এই চিত্রনায়ক জানিয়েছেন,‘বহু বছর পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালো লাগার বিষয়। আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমরা সব নীতিমালা মেনে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’
Related News
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
হাজারো দর্শক—শ্রোতাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাRead More
পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

