Main Menu

জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু

 

ইসলাম, দেশ-জাতি ও স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকিয়ে রাখতে উলামায়েদের ও ক্বওমী মাদ্রাসার অবদান অবিস্মরণীয়। যুগ যুগ ধরে সুস্থ সমাজ রক্ষায় ক্বওমী মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ক্বওমী ধারার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ইসলামী শিক্ষা বিস্তারের পাশাপাশি মসজিদের মিনার, ওয়াজ মাহফিল, খানকায়, আমর বিল ও মারুফ এলাহী আনিল মুনকায়ের মাধ্যমে ইসলামের খেদমতের পাশাপাশি দেশ জাতী, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অব্যাহতভাবে অবদান রেখে আসছেন। ক্বওমী মাদ্রাসার অবদান শিথিলভাবে দেখার কোন সুযোগ নেই। সুস্থ, সুন্দর, সমাজ রক্ষায় ক্বওমী মাদ্রাসার অবদান শিথিলভাবে দেখলে ইতিহাস ঐতিহ্য কখনো পরিপূর্ণতা পেতে পারে না।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের ২দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের ১ম দিনে সভাপতির বক্তব্যে জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল মাশায়িখ মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢাকা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খ মুশতাকুন্নবী কাসেমী, জামেয়ার সহ শিক্ষা সচিব মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, মুহাদ্দিস মাওলানা সালিম আহমদ, সুলাইমান ও শিক্ষক মাওলানা মর্তুজা আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের ১ম দিনের ১ম অধিবেশনে সিলেট বিভাগ ভিক্তিক কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা মুজ্জামিল হুসাইন চৌধুরী, ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ মাওলানা শামসুল ইসলাম ও হাফিজ আব্দুল ওয়াহিদ এবং বিজয়ীদেরকে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।

আজ ২০ ফেব্রুয়ারি বিকাল ২টা থেকে ২য় দিনের কার্যক্রম শুরু হবে। বয়ান পেশ করবেন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ড. আ.ফ.ম খালেদ হোসেন, পীর যাদা মীর মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা মুজলিবুর রহমান সাইফী, শায়খ মাওলানা সাইদুর রহমান পীর, মাওলানা লুকমান সাদী, মাওলানা নুরুল হক প্রমুখ। সম্মেলনে সকলের সর্বস্তরের তাওহীদী জনতার প্রতি উদাও আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *