Main Menu

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা

মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী ‘শেখ হাসিনা : বিশ^জয়ী নন্দিত নেতা’ শীর্ষক ‘জাতীয় শিশু—কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ২০২১’ এর আয়োজন করা হয়েছে। এ প্রেক্ষিতে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২১ বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় ‘শেখ হাসিনা : বিশ^জয়ী নন্দিত নেতা’। প্রতিযোগিতা মোট ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ৫ বছর — ৮ বছর; ‘খ’ বিভাগ : ৯ বছর — ১২ বছর; ‘গ’ বিভাগ : ১৩ বছর — ১৮ বছর পর্যন্ত। প্রতিযোগীরা যেকোনো মাধ্যমে ১৬ ইঞ্চি দ্ধ ১১ ইঞ্চি সাইজের কার্টিজ পেপারে ছবি আঁকতে পারবেন। প্রত্যেক প্রতিযোগীকে ছবি আকাঁর উপকরণ আর্ট পেপার/ কার্টিজ পেপার, রং, তুলি ও বোর্ড সঙ্গে নিয়ে আসতে হবে। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে অংকিত সকল চিত্রকর্ম নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজিত হবে। আগ্রহীগণকে নির্ধারিত তারিখ ও সময়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *