বাংলাদেশ সফরে সম্প্রীতির বার্তা দিবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর দুই দিনের বাংলাদেশ সফরে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়দারের পাশাপাশি নতুন অধ্যায়ের সূচনা হবে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আনাদোলূ এজেন্সির কাছে এই আশা প্রকাশ করেন।
এই সফরকে দুই মুসলিম দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর দুর্দান্ত এক সুযোগ উল্লেখ করে ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, আমরা আশা করি যে পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু’র এই সফর বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন এবং আশাব্যঞ্জক অধ্যায় উন্মুক্ত করবে।
তুরান আরো বলেন, দুই পররাষ্ট্রমন্ত্রী ‘বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন।
তুর্কি দূতাবাস সূত্রে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পৌঁছে মেভলুত চাভুসোগলু বুধবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
এই সফরের তিনি ধানমন্ডির ৩২ নম্বর রোডে (১১ নম্বর নতুন) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবে। এছাড়া বুধবার তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সাথে বৈঠক করবেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই মন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলবেন।
বুধবার মেভলুত চাভুসোগলু ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওই সময় তার সাথে আবদুল মোমেন ও উপস্থিত থাকবেন।
নতুন দূতাবাস ভবনের কথা উল্লেখ করে তুরান বলেন, ‘আমাদের নবনির্মিত দূতাবাস প্রাঙ্গণটি আমাদের বন্ধুত্ব এবং সংহতির দৃঢ় সম্পর্কের প্রতীক হবে।’
তুরান আরো বলেন, দুই মন্ত্রীর বৈঠকের সময় ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে আমন্ত্রণ জানানো হবে।
তুর্কি দূতাবাস সূত্রে জানা গেছে, সফররত তুরস্কের মন্ত্রী গণভবনে বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করবেন।
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাসের উদ্বোধন করতে তুরস্ক সফর করেছিলেন এবং শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।
সূত্র : আনাদোলূ
Related News

নির্বাচনে যেতে রাজি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী
আজারবাইজানের সাথে চুক্তির পরেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর উপর পদত্যাগ করার জন্য প্রবল চাপ আসছিল। বিরোধীরা তোRead More

মিয়ানমারের ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর সেনা সমর্থকদের হামলা
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে সামরিক বাহিনীর অভ্যুত্থানের সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এইRead More