বরইকান্দি ইউনিয়নে ৪৫ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের দরিদ্র ১৫০ টি পরিবারের মধ্যে ৪৫ হাজার টাকা ব্যয়ে এলজিএসপি ৩ এর ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় কোভিড ১৯ পরিস্থিতি সচেতনতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৩ জুলাই বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের স্থানীয় উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হানিফা তালুকদার, দক্ষিণ সুরমা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।
ইউনিয়ন পরিষদ সচিব মোঃ সেলিমোর রহমান ও বাহার উদ্দিনের যৌথ পরিচালনায় সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২নং ওয়ার্র্ডের মেম্বার এহসানুল হক ছানু, উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাসুম, ১নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান আশিক, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার জাবেদ আহমদ, মুরব্বী মাহমদ আলী নিজাম, চেয়ারম্যান এর ছেলে মোঃ রাহাত হোসেন, ইউনিয়ন পরিষদ সচিবের সহকারী মোঃ হাসিব হোসেন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব মালাকার ও আসমা বেগম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘করোনাভাইরাস থেকে বাঁচতে মানুষকে সচেতন করার বিকল্প নেই। সরকারী ভাবে ’ করোনা সংক্রমণ সম্পর্কে গ্রামগঞ্জের প্রতিটি হাট-বাজারে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এ রোগের ভয়াবহতা থেকে বেচে থাকতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে মূখে মাস্ক পরা বাধ্যতামূলক, প্রতি ঘণ্টায় অন্তত পক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং বাড়ীর আশে-পাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিবেশ ভালো রাখতে হবে। তাহলে করোনা ভাইরাসের হাত থেকে নিজেদেরকে হেফাজত করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা ভাইরাসের কারনে খাদ্য সংকটে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে দফায় দফায় ত্রাণের চাল ও খাদ্যসামগ্রী প্রদান করছেন। ঈদ উপহার হিসেবে ২৫ শ টাকা হারে অনেকেই পাচ্ছেন। বরইকান্দি ইউনিয়নে যখন যা বরাদ্ধ আসে সাথে সাথে সঠিক মানুষের হাতে তা পৌছিয়ে দিতে আমাদের কোন অবহেলা নেই। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

