ভারতে করোনায় ২৪ ঘন্টায় ২৬৫ জনের মৃত্যু

ভারতে করোনা মহামারিতে শনিবার রাত ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৫ জনের মৃত্যু হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন।
কোভিড ১৯ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ভারতের অবস্থান নবম।
আক্রান্তদের মধ্যে ৮২ হাজার ৩৬৯ জন করোনামুক্ত হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২২ জন। গত ২৪ ঘন্টায় ১১ হাজার ২৬৪ জন করোনামুক্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, প্রায় ৪৭.৪০ শতাংশ ইতোমধ্যেই করোনামুক্ত হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃত ২৬৫ জনের মধ্যে মহারাষ্ট্রে ১১৬ জন, দিল্লীতে ৮২ জন, গুজরাটে ২০ জন, মধ্যপ্রদেশে ১৩ জন, তামিলনাড়–তে ৯ জন, পশ্চিমবঙ্গে ৭ জন, তেলেঙ্গনা ও রাজস্থানে ৪ জন করে, পাঞ্জাবে ২ জন, ছত্রিশগড়, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, কর্নাটক, কেরালা, উত্তরাখন্ড উত্তর প্রদেশে ১ জন করে মৃত্যু হয়েছে।
image_print
Related News

মিয়ানমারের ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর সেনা সমর্থকদের হামলা
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে সামরিক বাহিনীর অভ্যুত্থানের সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এইRead More

পুলিশি সহিংসতার মধ্যেও মিয়ানমারজুড়ে বিক্ষোভ
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে টানা তিন সপ্তাহের বেশি বিক্ষোভ অব্যাহত রেখেছেন মিয়ানমারের সাধারণ মানুষ। শনিবার দেশটিরRead More