ভারতে করোনায় ২৪ ঘন্টায় ২৬৫ জনের মৃত্যু

ভারতে করোনা মহামারিতে শনিবার রাত ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৫ জনের মৃত্যু হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন।
কোভিড ১৯ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ভারতের অবস্থান নবম।
আক্রান্তদের মধ্যে ৮২ হাজার ৩৬৯ জন করোনামুক্ত হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২২ জন। গত ২৪ ঘন্টায় ১১ হাজার ২৬৪ জন করোনামুক্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, প্রায় ৪৭.৪০ শতাংশ ইতোমধ্যেই করোনামুক্ত হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃত ২৬৫ জনের মধ্যে মহারাষ্ট্রে ১১৬ জন, দিল্লীতে ৮২ জন, গুজরাটে ২০ জন, মধ্যপ্রদেশে ১৩ জন, তামিলনাড়–তে ৯ জন, পশ্চিমবঙ্গে ৭ জন, তেলেঙ্গনা ও রাজস্থানে ৪ জন করে, পাঞ্জাবে ২ জন, ছত্রিশগড়, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, কর্নাটক, কেরালা, উত্তরাখন্ড উত্তর প্রদেশে ১ জন করে মৃত্যু হয়েছে।
image_print
Related News

তুরস্কে ভূমিকম্প : নিহতদের প্রতি সমবেদনা ও সাহায্য প্রস্তাব বিশ্ব নেতাদের
তুরস্ক ও সিরিয়া ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার সকালে আঘাত হানাRead More

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : নিহত ২৩০০ ছাড়াল
তুরস্কের মধ্যাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।Read More