স্বাস্থ্যবিধি মেনে জৈন্তাপুরের ইউপি সচিবের দাফন সম্পন্ন

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল হোসেন এর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৭ মে) বিকাল ৬টায় স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হয়।
জৈন্তাপুরের যশপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
দাফনের আগে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় কিছু ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে আবুল হোসেনের জানাজা পড়েন।
জানা গেছে, আবুল হোসেন করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার (২৬ মে) রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার দুপুরে তিনি মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি আরোও বলেন, আজ তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যে রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।
উল্লেখ্য সচিব আবুল হোসেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (বাপসা’র) সিলেট জেলা কমিটির সদস্য ও জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
Related News

সিলেটে চলছে ঢিলেঢালা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণে রেশ টানতে দেওয়া আজ ২২ এপ্রিল থেকে দেয়া দ্বিতীয় মেয়াদের ‘কঠোর লকডাউনে’ ১৩Read More

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু, সনাক্ত ১১৩
সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হারিয়েছেন আরও ৪ জন। আর ২৪ ঘন্টায়Read More