সংযুক্ত আরব আমিরাতে আরও ২ জনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮৪ জন।
এছাড়া সুস্থ হয়েছেন ৭৪ জন। এদিন দেশটিতে ২৫ হাজার ৭৯৫ জনের অধিক করোনাভাইরাস পরীক্ষা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত সংখ্যা ৭ হাজার ২৬৫ জন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬০ জন ও মারা গেছেন ৪৩ জন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসে মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করা হয়েছে।
সেই সাথে সবাইকে সতর্কতার সাথে করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছে।
Related News

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More

ইসরাইলি বিশেষজ্ঞ: শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে
একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানেরRead More