আজ থেকে ভারতে শিথিল হচ্ছে লকডাউন

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি করা হয়েছে। ভারতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হলেও আজ থেকে কিছু কিছু জায়গায় তা শিথিল করা হয়েছে। দেশের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।
যে এলাকাগুলো করোনার হটস্পট নয় সেখানে আংশিক ভাবে কাজ শুরু হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে নন হটস্পট এলাকাগুলোতে কৃষিকাজ, মাছচাষ, পশুপালন, শিল্প প্রতিষ্ঠান, চা, কফি, রাবার চাষ এবং সরকারি ও বেসরকারি অফিসের কিছু কর্মকাণ্ডও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, হটস্পট চিহ্নিত জেলাগুলির মধ্যে কন্টেনমেন্ট এর জন্য শনাক্ত এলাকা আপাতত সিল করা হচ্ছে। হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগণার কিছু অংশকে কন্টেনমেন্ট করা হয়েছে। সেখানে বাড়ি থেকে যেনো মানুষ বের হতে না পারে সে বিষয়ে নিশ্চিত করা হচ্ছে।
Related News

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More

ইসরাইলি বিশেষজ্ঞ: শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে
একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানেরRead More