Main Menu

মদীনাকে বিশ্বের স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিলো ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সৌদি আরবের মদীনাকে বিশ্বের স্বাস্থ্যকর শহরের অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি সংস্থাটির একটি প্রতিনিধি দল মদীনা পরিদর্শন করে যাওয়ার পর এই স্বীকৃতি মেলে।

প্রতিনিধি দল জানায়, মদীনা স্বাস্থ্যকর শহর হিসেবে বৈশ্বিক মানদণ্ডের সব শর্ত পূরণ করেছে।

ডব্লিউএইচও-এর স্বাস্থ্যকর শহর প্রকল্পের অধীনে মদীনাই প্রথম শহর যার জনসংখ্যা ২০ লাখের বেশি।

সংস্থাটির স্বীকৃতির জন্য মোট ২২টি সরকারি, সম্প্রদায়গত, দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করেছে। মদীনার তাইবাহ বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

প্রতিনিধি দল সংস্থাটির স্বাস্থ্যকর শহর প্রকল্পে অংশ গ্রহণে ইচ্ছুক অন্য শহরের সংস্থাকে প্রশিক্ষণ সহায়তার জন্য তাইবাহ বিশ্ববিদ্যালয়কে প্রস্তাব করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুসারে, ‘একটি স্বাস্থ্যকর শহর হলো সেটি যেখানে অবকাঠামোগত ও সামাজিক পরিবেশের ক্রমাগত নির্মাণ ও উন্নয়ন করা হয় এবং ওই সকল সম্প্রদায়গত উপাদানের সম্পদ ছড়িয়ে দেয়া হয় যা জীবনের সকল ক্ষেত্রে জনগণকে পরস্পর সহায়তায় সমর্থ করবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাবনার উন্নতি করবে।’

সূত্র : আরব নিউজ






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *